এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: উত্তর ২৪ পরগণার বারাসাত পৌরসভায় বিদ্যাসাগর অডিটোরিয়ামে ৩২২ জনকে স্কলারশিপ ও পুরস্কার প্রদান করল ‘সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাষ্ট।’ অনুষ্ঠানের সূচনা হয় ক্বারি ডা. জাবেদ আলির পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে। প্রারম্ভিক আলোচনায় সিরাতের সারাবছরের নানাবিধ কর্মকান্ড গুলি তুলে ধরেন সিরাতের জেলা সভাপতি ও কাটিয়াহাট আল হেরা মিশনের চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান। সিরাতের রাজ্য সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, এবছর ৬ টি জেলায় ২৭ টি সেন্টারে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ১৬২৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। ১৭৪ জন এতিম গরিব মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পরীক্ষা দেয়। হাই স্কুল, মিশন, মাদ্রাসা ও নার্সারী স্কুলের ছাত্র-ছাত্রীরা মাল্টিপল চয়েসের প্রশ্নে ও.এম.আর. উত্তরপত্রে পরীক্ষা দেয়। এবারে ৩২৩ জন ছাত্র -ছাত্রী সেরা দশের তালিকায় স্থান অধিকার করেছে। সিরাতের চেয়ারম্যান ও রাউতাড়া মহেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হক বলেন, এই ধরনের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হয়। অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক আব্দুল কাইউম বলেন, সিরাত যে কাজটি করছে সেটি সমাজের অনেক বড় কাজ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহিদুল সরকার, কাটিয়াহাট আল হেরা মিশনের সম্পাদক হাজি আকবর আলি সরদার, অধ্যাপক ড.দীপঙ্কর দত্ত, পীরজাদা খোবায়েব আমিন, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, পশ্চিমবঙ্গ ইমাম মুয়াজ্জিন সমিতির সম্পাদক হাফেজ আজিজুদ্দিন, হাড়োয়ার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল খালেক, বারাসাত পৌর প্রতিনিধি ডাঃ সামসুন নাহার, সিরাত পরীক্ষা কন্ট্রোলার সেখ আবু তালেব, সিয়ামত আলি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিয়া রাহা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct