নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: রবিবার বড়দিনে সমাজের সব স্তরের মানুষের মুখে হাসি ফোটাতে সর্ব-ধর্ম-সমন্বয়ে জমজমাট অনুষ্ঠানের আসর অনুষ্ঠিত হল মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের পাগলাঘাটে বিউটি পার্কে। গঙ্গার পাড়ে গত ৭ বছর ধরে এই মিলন উৎসব হয়ে আসছে। মূলত গঙ্গা বিধ্বস্ত মানুষদের হতাশার জীবন থেকে সরিয়ে এনে বছরের শেষে একটু আনন্দ, সম্প্রীতি ও মানবতার দিতে ও এই অনুষ্ঠানের আয়োজন। পাশাপাশি গঙ্গা ভাঙনকে জাতীয় সমস্যা ঘোষণা করার জন্য আন্দোলনের রূপরেখার কথা জানানো হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের মধ্যে সীমানা নির্ধারণের ব্যাপারে সরকারের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করা হবে। দুর্গাপূজা-ঈদ-বড়দিন উপলক্ষে কার্যত মিলন উৎসব এটি। কালিয়াচক-২ ব্লকের পঞ্চানন্দপুর গঙ্গার পাড়ে বিউটি পার্কের অগনিত মানুষের ঢল নামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড-টলিউড অভিনেতা-অভিনেত্রী থেকে সঙ্গীত শিল্পীরা। অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশনের উদ্যোগে এবার অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে নিরাপত্তা, দর্শকের উপস্থিতি ছিল লক্ষনীয়। এবারের বিশেষ চমক ২৫ ডিসেম্বরে ২৫ জন বিভিন্ন শিল্পী সমন্বয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে উপস্থিতছিলেন বিভিন্ন স্তরের বিশিষ্টজন। অল ইন্ডিয়া অর্গানাইজেশন সর্বভারতীয় সভাপতি ও অধ্যাপক নাসির আহমেদ জানান, ‘সর্ব-ধর্ম-সমন্বয়ে আমাদের অনুষ্ঠান। সমাজের সব স্তরের মানুষেরা যাতে এই অনুষ্ঠানে সামিল হতে পারেন, সেই কথা ভেবে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। দিনকে দিন তার পরিধি বাড়ছে। আমাদের সংগঠন সর্ব ভারতীয় সংখ্যালঘু মানুষের স্বার্থে লড়ছে। শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু নয়, সমাজের সমস্ত স্তরে যারা সংখ্যালঘু, তাঁরা সকলেই এখানকার সদস্য। আমরা মানুষের জন্য লড়াই করি, মানুষের পাশে বছরভর থাকার চেষ্টা করি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct