সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: গ্রামীণ ক্রীড়া প্রতিভার অন্বেষণ এবং গ্রামের যুব সমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব্যবস্থাপনায় ২৪-২৫ ডিসেম্বর দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয় “ভিলেজ ক্লাস্টার লেভেল স্পোর্টস মিট”। রাজনগর ব্লকের অধীনস্থ গুলালগাছি উত্তরণ সংঘের ফুটবল ময়দানে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়। ইভেন্ট হিসেবে ছিল ফুটবল,ভলিবল, স্লোসাইকেল,২০০ মিটার দৌড় ও হাড়ি ভাঙা। ১৫-২৯ বছর বয়সী রাজনগর ব্লক এলাকার বিভিন্ন গ্রাম থেকে যুবক-যুবতীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের হিসাবরক্ষক সুভাষ চন্দ্র মান্না,রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সম্পাদক উত্তম মন্ডল, সভাপতি সেখ রিয়াজউদ্দিন, ক্রীড়া অনুরাগী প্রভাত দত্ত,আইনজীবী সুনীল কুমার সাহা, স্বনির্ভর দলের সংঘ নেত্রী কল্পনা ভান্ডারী, প্রসার ভারতীর বীরভূম জেলা সংবাদদাতা শম্ভুনাথ সেন প্রমুখ।ঝিকড়া আদিবাসী ফুটবল দল ১-০ গোলের ব্যবধানে ছাতিনা আদিবাসী ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী দলের শিরোপা অর্জন করে। অন্যান্য সফল প্রতিযোগিদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও পুরস্কার।উল্লেখ্য ফুটবল ও ভলিবল খেলায় বিজয়ী দল এবং স্লো সাইকেল, ২০০ মিটার দৌড় ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা আগামী ৩ রা জানুয়ারি জেলা স্তরের খেলা মল্লারপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে তারা অংশগ্রহণ করবে বলে একান্ত সাক্ষাৎকারে জানান জেলা নেহেরু যুব কেন্দ্রের হিসাবরক্ষক সুভাষ চন্দ্র মান্না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct