নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বাংলার ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বললেন, বাংলা পথ দেখাবে ভারতকে। উল্লেখ্য এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই কথাই বলেছেন। এদিন রাজ্যপাল নিজেকে বাংলার দত্তক পুত্র বলেও দাবি করেন।রবিবার নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের ভূয়সী প্রশংসা করেন। বলেন, সাহিত্য ও সংস্কৃতিতে পরিপূর্ণ বাংলা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হয়ে তিনি গর্বিত বলেও জানান। তাঁর বক্তব্যে উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে মোপাসাঁ’র নাম।এদিন রাজ্যপাল বলেন, প্রশান্ত মহাসাগরের মতো গভীর এই বাংলা ভাষা। তাঁর বক্তব্য, বাংলা ভাষা এবং পশ্চিমবঙ্গ দেশের গৌরব বৃদ্ধি করে চলেছে ক্রমাগত। পশ্চিমবঙ্গকে নিয়ে বই লেখার ইচ্ছা প্রকাশও করেন তিনি। বলেন, এই রাজ্যে কাজের অভিজ্ঞতা নিয়েই হবে সেই বই। উল্লেখ্য, নয়া রাজ্যপালের ভূয়সী প্রশংসা বারবার করেছেন মুখ্যমন্ত্রীও। এর আগে দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের সঙ্গেও মুখ্যমন্ত্রীর সম্পর্ক ছিল বেশ মধুর। তবে এই দুই রাজ্যপালের প্রতি একাধিকবার উষ্মাপ্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে সম্পর্ক ভালো ছিল প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের। তবে বারবার সংঘাত বেধেছিল ধনখড় এবং রাজ্যের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct