আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন তুষারঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট তুষারে ঢেকে গেছে এবং গাড়ি দুর্ঘটনা হয়েছে। দেশটিতে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রে তিন হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বড়দিন উপলক্ষ্যে ঘরমুখী হাজার হাজার যাত্রী িমানবন্দরগুলোতে আটকা পড়েছে। তুষারঝড়টির কারণে তাপমাত্রার রেকর্ড পতন অব্যাহত রয়েছে। ওয়াশিংটন ডিসিসহ কিছু অংশে রেকর্ড পরিমাণ ঠান্ডা দেখা গেল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct