আপনজন ডেস্ক: বাংলাদেশের স্বপ্ন গুঁড়িয়ে মিরপুরে দ্বিতীয় টেস্টটাও জিতে নিয়েছে ভারত। টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের সম্ভাবনাটা কর্পূরের মতো উবে গেছে শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে। ৭৪ রানে ৭ উইকেট হারিয়েও ১৪৫ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ফাইনাল খেলার স্বপ্নে আরেকটু রং চড়িয়েছে ভারতীয়রা। চট্টগ্রামের পর ঢাকাতেও জয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে ভারত। শতকরা হিসাবে ভারতের পয়েন্ট ৫৮.৯৩। ৫৪.৫৫ শতাংশ পয়েন্ট নিয়ে ভারতের পরই আছে দক্ষিণ আফ্রিকা, ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে চারে শ্রীলঙ্কা। অন্যদিকে ১১.১১ শতাংশ পয়েন্ট নিয়ে ৯ দলের লিগে তলানিতে থেকেই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপটা শেষ করল বাংলাদেশ। ২০২১ থেকে ২৩ মৌসুমের পয়েন্ট তালিকায় ৭৬.৯২ শতাংশ পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের দুটি ও ভারতের বিপক্ষে একটি চার ম্যাচের সিরিজ বাকি আছে প্যাট কামিন্সদের। অস্ট্রেলীয়রা ভারত সফরে যাওয়ার আগেই আগামী জুনে ওভালে ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলতে পারে। ভারতের একটি সিরিজই বাকি, সেটি অস্ট্রেলিয়ার বিপক্ষেই ঘরের মাঠে। অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে পারলে ভারতের সর্বোচ্চ ৬৮.০৮ শতাংশ পয়েন্ট হতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ দুটি টেস্ট ও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচেই হারাতে পারলে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ৬৯.৭৭ শতাংশ পয়েন্ট হতে পারে। শ্রীলঙ্কার সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৬১.১১। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজটাই শুধু হাতে আছে লঙ্কানদের।এ ছাড়া কাগজে-কলমে এখনো ফাইনালে খেলার সম্ভাবনা টিকে আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের। ইংল্যান্ড, বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ও বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা এরই মধ্যে শেষ হয়ে গেছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা
দল শতকরা পয়েন্ট
অস্ট্রেলিয়া৭৬.৯২
ভারত৫৮.৯৩
দক্ষিণ আফ্রিকা৫৪.৫৫
শ্রীলঙ্কা৫৩.৩৩
ইংল্যান্ড৪৬.৯৭
ওয়েস্ট ইন্ডিজ৪০.৯১
পাকিস্তান৩৮.৮৯
নিউজিল্যান্ড২৫.৯৩
বাংলাদেশ১১.১১
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct