নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: মিলন উৎসবে মেতে উঠছে পঞ্চানন্দপুর। রাত পোহালেই অনুষ্ঠান। উপস্থিত থাকছেন একরাশ বলিউড অভিনেত্রী থেকে সংগীত শিল্পীদের নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছর বড়দিনের আসর বসতে চলেছে পঞ্চানন্দপুরের গঙ্গার তীর এলাকায় বিউটি পার্কে। কার্যত ২৫ ডিসেম্বর ২৫ জন শিল্পীর উপস্থিতি নজর কাড়বে। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে চলেছে পূজা-ঈদ-ক্রিসমাস মিলন উৎসব ২০২২। অষ্টম বর্ষে পদার্পণ করল এই অনুষ্ঠান। মালদা জেলার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের পাগলাঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন বিউটি পার্কে আগামী রবিবার বসছে জমজমাট মিলন উৎসব অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় অল ইন্ডিয়া মাইনোরিটি অর্গানাইজেশন (আইমো)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকছেন অল ইন্ডিয়া অর্গানাইজেশন সর্বভারতীয় সভাপতি ও অধ্যাপক নাসির আহমেদ ও সমাজের বিভিন্নস্তরের বিশিষ্ট জনেরা। এছাড়াও উপস্থিত থাকছেন সংস্কৃতি জগতের মানুষজন। এছাড়া মিস্টার এন্ড মিসেস ইন্ডিয়া অর্গানাইজেশনের তরফের কৌশিক কুশারি, টিএমএমএফ এর এস খান, একই সংগঠনের রাবদেন তামাং, মিস ইন্দিরা পাঠক, মিস অনন্যা গুরুং, মিস সিমরান তামাং, মিসেস বাসন্তী রাই, মিসেস রঞ্জিতা তামাং, মিসেস প্রিয়াঙ্কা থাতাল। নাচ গান ভাষন সংস্কৃতি অনুষ্ঠানে মেতে উঠবে গঙ্গার পাড় এলাকা। সংগঠনের তরফে সর্বভারতীয় সভাপতি অধ্যাপক নাসির আহমেদ জানিয়েছেন, এবার সপ্তম বর্ষে পদার্পণ করল" সর্ব ধর্ম সমন্বয়ের উদ্দেশ্যে এই অনুষ্ঠান প্রতি বছর করা হয়। তাদের সংগঠন অল ইন্ডিয়া মাইনোরিটিশন সংখ্যালঘু মানুষের স্বার্থে লড়ছে। শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু নয়, সমাজের সমস্ত স্তরে যারা সংখ্যালঘু,তাঁরা সকলেই তাঁদের সদস্য। তারা মানুষের জন্য লড়েন এবং মানুষের পাশে থাকেন। এই উদ্দেশ্যে বড় দিনে গঙ্গার ধারে এই কান্ড ঘরের আসর বসতে চলেছে। এই আসর থেকে গঙ্গার ভাঙন রোধ ও ভাঙনের ফলে বাংলা ঝাড়খণ্ড সীমানা নির্ধারণ যাতে স্পষ্ট থাকে সেই বার্তা থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct