সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও চন্দ্রপুর থানার ব্যবস্থাপনায় শনিবার স্থানীয় থানার কানাইপুর ও ঝিকরা গ্রামের আদিবাসীদের মধ্যে কম্বল প্রদান করা হয়। এলাকার দুস্থ মানুষের কথা ভেবে পুলিশের এরূপ উদ্যোগ। শীতের মরসুমে যারা নিজেদের শীতের কাপড় জোগাড় করতে পারেননি বীরভূম জেলা পুলিশের উদ্যোগে সেইসব দুস্থ মানুষদের আজ শীতবস্ত্র ও কম্বল প্রদান করা হলো ।এদিন স্থানীয় থানার আদিবাসী অধ্যুষিত কানাইপুর ও ঝিকরা গ্রামের ১০০ জন ব্যক্তির হাতে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি এলাকার ১০০ জন দুস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে ও শীতবস্ত্র প্রদান করা হয়।শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম মহঃ ফিরোজ হোসেন , চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখার্জি চ্যাটার্জী , তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মলয় রায় সহ চন্দ্রপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও এলাকার বিশিষ্ট জনেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct