বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেমিনার মহীতোষ নন্দী মহাবিদ্যালয়ে
আব্দুস সামাদ মন্ডল
আপনজন: বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষ্যে বিগত ২০ ডিসেম্বর কলেজের চারটি ভাষা বিভাগের সম্মিলিত উদ্যোগে হুগলী জেলার জাঙ্গিপাড়ার মহীতোষ নন্দী মহাবিদ্যালয়ে আয়োজিত হল একদিবসীয় আন্তর্জাতিক সেমিনার। সহযোগী ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘ অ্যারাবিক স্টুডেন্টস অ্যান্ড অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই কলেজে আরবি বিভাগের পাশাপাশি ইংরাজি, বাংলা ও সংস্কৃত বিভাগও আছে। চারটি বিভাগের মিলিত উৎসাহে এই প্রথম কলেজে এইরকম সেমিনারের আয়োজন হয়। উল্লেখ্য যে, অনুষ্ঠানটি অফলাইন এবং অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়।কলেজের প্রিন্সিপাল ড. তাপস কুমার মুন্সি স্বাগত ভাষণের মাধ্যমে সকলকে অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইশারত আলী মোল্লা সাহেব। তিনি বলেন, কয়েকটি বিভাগের সমন্বয়ে সেমিনার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর মধ্যে একটি দৃষ্টান্ত সৃষ্টি করল মহীতোষ নন্দী মহাবিদ্যালয়। অন্যতম আলোচক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবী ফারসী বিভাগের প্রধান ড. আশরাফ আলী সাহেব। তিনি সেমিনারের মূল বিষয় নিয়ে আলোচনা করেন। এই সেমিনারে অনলাইনের মাধ্যমে আন্তর্জাতিক অতিথি আলোচক বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. শহিদুল ইসলাম সাহেব আরবি ও বাংলা কবিতার ছন্দের তুলনামূলক পর্যালোচনা করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর ড.পার্বতী চক্রবর্তীও অনলাইনে যুক্ত হন এবং তার আলোচনায় সমৃদ্ধ করেন। উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ নারায়ণ হালদার মহাশয়। তিনি বাংলা ভাষায় আরবী ও ফার্সির প্রভাব নিয়ে বক্তব্য প্রদান করেন। গতানুগতিকতার বাইরে ভাষা ও সংস্কৃতির আদানপ্রদানের উদ্দেশ্য অনুসন্ধানে আলোচনা করে মুগ্ধ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তরুণ অধ্যাপক ডঃ রাফাত আলী।শেষপর্বে ধন্যবাদজ্ঞাপক ভাষণ দেন উক্ত কলেজের আরবী বিভাগের প্রধান তথা সেমিনারের কনভেনর ডঃ শেখ রুহুল আমীন। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাবিদ্যালয়ের অধ্যাপক ডঃ বীরেন হালদার ও অধ্যাপিকা ডঃ সমৃতা মিশ্র। সমগ্র অনুষ্ঠানের শেষ লগ্নে আরবী বিভাগের উদ্যোগে প্রথমবার ‘আল-মাশা’য়ির’ নামে একটি দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়। চারটি বিভাগের ছাত্রছাত্রী ও সমস্ত অধ্যাপকদের উপস্থিতিতে সফল পরিসমাপ্তি ঘটে অনুষ্ঠানের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct