জাহেদ মিস্ত্রী, আলিপুর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা ও জেলা পরিষদের সভাধিপতি শামীমা শেখ গঙ্গাসাগর মেলা নিয়ে এক সাংবাদিক বৈঠকে দাবি করলেন, এবছর গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা হিসেবে স্বীকৃতি পাবে। কুম্ভমেলাকে ছাপিয়ে যাবে। তারা বলেন, কোভিড প্রটোকল মেনে হবে এবারের গঙ্গাসাগর মেলা। তীর্থযাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার ব্যাবস্থা করা হবে। ১৪ জানুয়ারি বিকেল থেকে ১৫ জানুয়ারি বিকেল পর্যন্ত মকর সংক্রান্তি পুণ্যস্নান হবে গঙ্গাসাগর মেলায়। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরো দমে। তারা আরও জানান, গঙ্গাসাগর মেলায় এবার তীর্থযাত্রীদের জন্য ২,২৫০টি সরকারি বাস ও ৫০০টি বেসরকারি বাস থাকবে। হাওড়া ও শিয়ালদহ শাখায় অতিরিক্ত ট্রেন চলবে। এছাড়া বাবুঘাট থেকে ভেসাল থাকবে। নিরাপত্তার নজরদারিতে থাকছে ১১৫০টি সিসিটিভি ও ২২টি ড্রোন। জরুরি স্বাস্থ্য পরিষেবায় ১০০টি অ্যাম্বুলেন্স, ১টি এয়ার অ্যাম্বুলেন্স ও ৪টি ওয়াটার অ্যাম্বুলেন্স। তৈরি হচ্ছে চারটি হেলিপ্যাড। কাকদ্বীপ হাসপাতাল ও ডায়মন্ড হারবার হাসপাতাল সব রকম ভাবে প্রস্তুত থাকছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct