নকীব উদ্দিন গাজী, ডায়মন্ডহারবার, আপনজন: গঙ্গাসাগর মেলার আগে ডায়মন্ড হারবার হাসপাতালে জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করলেন রাজ্যের হেলথ সার্ভিসেসের ডিরেক্টর ডাঃ সিদ্ধার্থ নিয়োগী। শনিবারের এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মেডিকেল এডুকেশনের ডিরেক্টর ডাঃ দেবাশীষ ভট্টাচার্য সহ দক্ষিন ২৪ পরগনার জেলা স্বাস্থ্য আধিকারিকেরা। বৈঠকের পর ডাঃ সিদ্ধার্থ নিয়োগী বলেন, এবছর গঙ্গাসাগর মেলায় যাবতীয় ব্যবস্থার পাশাপাশি প্রথম মেলায় টেলিমেডিসিন পরিষেবা চালু করা হচ্ছে। তিনি আরো বলেন, কোভিড নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই সতর্ক থাকতে হবে এবং সরকারি বিধি-নিষেধ মেনে চললেই হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো রাজ্য স্বাস্থ্য দপ্তর তৎপর গঙ্গাসাগর মেলা নিয়ে। এবছর গঙ্গাসাগর মেলাতে ১২ থেকে ১৪ ই জানুয়ারি পুণ্যার্থীরা স্নান করবেন। কিন্তু মেলা শুরু হয়ে যাবে ৭ জানুয়ারি থেকে তাই আগেভাগে সমস্ত বিষয় খতিয়ে দেখতে আজ ডায়মন্ড হারবারে আসেন রাজ্যের হেলথ সার্ভিসেসের ডিরেক্টর সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct