এহসানুল হক, বসিরহাট, আপনজন: ধান্যকুড়িয়া ঐতিহ্যকে সামনে রেখে ধান্যকুড়িয়ায় শুরু হয়েছে ‘ধান্যকুড়িয়া উৎসব’। সাতদিনব্যাপী এই ধান্যকুড়িয়া উৎসবকে কেন্দ্র করে সাজসাজ রব। উৎসবের সূচনা লগ্নে বর্ণাঢ্য শোভাযাত্রা। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে সূচনা করলেন হাড়োয়ার বিধানসভার বিধায়ক হাজী নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী সরোজ ব্যানার্জি, বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি, সমাজসেবী কৌশিক দত্ত , মেহের ঘোষ, ধান্যকুড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান সুখেন্দু ঘোষ বিলু, বসিরহাটের চেয়ারম্যান অতিথি মিত্র। ছিলেন ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান, বেগমপুর বিবিপুর পঞ্চায়েত প্রধান জামাল উদ্দিন ,মাটিয়া পঞ্চায়েত প্রধান মুস্তাকা আহমেদ সহ একাধিক বিশিষ্টজনে। এই বিশেষ মেলায় প্রত্যেক দিনে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন চেয়ারম্যান এ টি এম আব্দুল্লাহ রনি বলেন, ধান্যকুড়িয়া গ্রামীণ মানুষের উন্মাদনাকে গুরুত্ব দিয়ে ধান্যকুড়িয়া উৎসবের শুভ সূচনা হবে। এই বিশেষ উৎসবে প্রায় ত্রিশটির মতো স্টল থাকছে। পাশাপাশি তিনি বলেন, করোনার পরে বহু মানুষ কাজ হারিয়েছে। তাদের কাছে পয়সা নেই, তাই তারা যদি কিছু এই মেলা থেকে আর্থিক সহযোগিতা পায় তারই একটা প্রচেষ্টা। সকল মানুষকে এই মেলা প্রাঙ্গণে আসার আহ্বান জানান তিনি। এদিন হাজী নুরুল ইসলাম বলেন, আমরা সব সময় মানুষের জন্য সজাগ রয়েছি। রাজনীতির আশেপাশে মানুষকে বিনোদন দেওয়ার লক্ষ্যে আমরাই বিশেষ ধান্যকুড়িয়া উৎসবের আয়োজন করেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct