অচেনা নম্বর
শংকর সাহা
তুহিন আর বীথিনের তিন বছরের বিবাহিত জীবনে প্রথম সন্তান আসতে চলেছে। তাই নিয়ে সকলের আনন্দ আর উৎকন্ঠার শেষ নেই। তুহিনাকে বীথিন খুব ভালোবাসে। একে অপরের বোঝাপড়ার মাঝে ভুল বোঝাবোঝি নেই বললেই চলে। তাদের দাম্পত্য সম্পর্ক আজ যেন পাড়ার সকলের চর্চিত বিষয় হয়ে ওঠে। পেশায় স্কুল শিক্ষক বীথিন। স্ত্রীর প্রতি খেয়াল রাখে তাই স্কুলে থেকেও বারে বারে ফোন করে স্ত্রীর খবর নিতে সে কখনো ভোলেনা। এখন স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে তাই বীথিনের ব্যস্ততা খুব তুঙ্গে। এদিকে তুহিনার শরীরটিও ভালো যাচ্ছেনা। সেদিন সকাল থেকেই ব্যস্ততা।রান্নার মাসি না আসায় বীথিন খুব সমস্যায় পড়ে যায়। স্কুলে আসার আগে রান্নায় কিছুটা হাত লাগিয়েছিল সে।
সেদিন স্কুলে আসার পড় থেকেই বীথিনের মনটি ভীষণ অস্থিরবোধ হতে থাকে। বাড়িতে যে স্ত্রীকে একা রেখে এসেছে। তাই টিফিন হতেই বীথিন তুহিনাকে ফোন করে। কিন্তু সমস্যাটি বাঁধল তখনই। ভুল করে বীথিনের কলটি ক্রশকানেকশন হয়ে যায়।“ হ্যাঁলো, আমি বললি আজ তুমি আমার জন্যে টিফিন করে রেখোনা। আজ তো তোমার শরীরটি ভীষণ খারাপ। আমি বাড়ি ফিরে বানিয়ে নেবো। “ ফোনের ওপার থেকে কোনো উত্তর এলনা। আসলে সে ভাবে তুহিনা হয়তো ব্যস্ত আছে। আসলে সেইদিনের কলটি তার ক্রশকানেকশন হয়েছিলো। সেইদিন তাড়াতাড়ি বাড়ি ফেরে বীথিন। বাড়ি ফিরেই সে দেখে স্ত্রী তার জন্যে রান্না করে রেখেছে। স্ত্রীর দিকে তাকিয়ে সে বলে,” ফোনে তোমায় বারণ করলাম তা কেন কষ্ট করলে?”- কিন্ত তুহিনা জানায়, তার মোবাইলে তো কোনো কল আসেনি। বলতেই পকেটের মোবাইলটি বের করে বীথিন দেখে অচেনা নম্বর থেকে পরপর দুটো মেসেজ,” নমস্কার, হয়তো আপনি ভুল করে আমায় কল করেছিলেন। কিনতু আপনার কথায় বুঝতে পারলাম আপনি স্ত্রীকে খুব ভালোবাসেন। জানেন কেউ কোনোদিন আমার জন্যে ভাবেনি তা! ভালো থাকবেন” ইতি সুচরিতা, মধ্যমগ্রাম,কলকাতা। বীথিন হাতের মোবাইলটি এগিয়ে দেয় স্ত্রীর দিকে। দুজনেই কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ে। এদিকে ওভেনে রান্নার পোড়াগন্ধে সারা ঘরটি যেন ভরে যায়...।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct