আপনজন ডেস্ক: আবারও গুজব ছড়িয়ে পড়েছিল, পেলে মারা গেছেন! কিংবদন্তির মৃত্যুর এই গুজব কাল রাতে ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। আর সে জন্যই পেলের মেয়ে কেলি নাসিমেন্তো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আজ হাসপাতালে বাবার পাশে থাকার একটি ছবি পোস্ট করেন, জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’। সংবাদ সংস্থা এএফপি অবশ্য এ গুজব নিয়ে কিছু জানায়নি। কেলির পোস্ট করা ছবিটি নিয়ে এএফপির খবরে জানানো হয়, পেলে এখনো আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কেলির পোস্ট করা ছবিটিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পেলে। তাঁর শরীর ও মুখের এক পাশ দেখা যাচ্ছে। অন্য পাশ থেকে পেলেকে জড়িয়ে ধরেছেন কেলি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct