সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির কারণে রাজ্য কে কেন্দ্রের অর্থ পাঠানো বন্ধ করেদিয়েছিল। দীর্ঘ সময় পরে সেই অর্থ পাঠালেও একাধিক গাইড লাইন জুড়ে দেয় কেন্দ্র সরকার। সেই মতো রাজ্য জুড়ে দীর্ঘ সময় ধরে পঞ্চায়েত, ব্লক, জেলা আধিকারিক সহ আশা সিভিকদের সার্ভের কাজে নামানো হয়েছিলো আর তার পরে আবাস যোজনার খসাড়া প্রকাশ হতেই দেখা যায় রাজ্যের বিভিন্ন স্থানে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের বাদ যায়নি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি, হরিহরপাড়া ব্লকের পঞ্চায়েত অফিস। এবার সেই আবাস যোজনার লিস্টে প্রকৃত পাপকদের নাম না থাকায় গণ ইস্তফা দিলেন মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার ভরতপুর দু নম্বর ব্লকের মালিহাটি অঞ্চলের প্রধান, উপপ্রধান সহ ১৬ জন জনপ্রতিনিধি।
শনিবার ছুটির দিন ভরতপুর দু নম্বর ব্লকের বিডিওর কাছে ইস্তফা পত্র দেন বলে জানা যায়। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সৈয়দ নাসিরুদ্দিন বলেন, গরিব মানুষ যাদের লিস্টে নাম ছিল আবাস যোজনায় তাদের নাম বাদ পড়ে খসড়া তালিকায়। তার ফলে জনগণের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে প্রধান এখন জনপ্রতিনিধিদের সেই কারণে আত্মরক্ষার কারণ ও সরকারি কর্মচারীদের উপর ক্ষুদ্ধ হয়ে গণইস্তফা দেন। ঘটনায় জেলা তৃণমূল সভানেত্রী শাওনী সিংহ রায় বলেন, ভরতপুরের মালিহাটি পঞ্চায়েতের গণইস্তফার বিষয়ে কোনো লিখিতভাবে কেউ জানাননি। জেলা শাসকের সঙ্গে ফোনে কথা হয়েছে। বিষয়টা খতিয়ে দেখা হবে। ঘটনায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানান, শনিবার বিডিও অফিস বন্ধ ছিল। আবাস যোজনায় সার্ভের মাধ্যমে বিডিও অফিস ও পঞ্চায়েত অফিসের কর্মীরা নাম বাদ দিয়েছে বলে জানান। যদিও এই ঘটনায় বিরোধীদের দাবি, যেখানে দুর্নীতি সেখানেই তৃণমূল। আর মালিহাটি গ্রাম পঞ্চায়েতের গণইস্তফা হল দুর্নীতিকে ঢাকার জন্য। প্রধান ছেড়ে দিলে সব মাফ হয়ে যাবে, কিন্তু জনগণ ছাড়বে না তৃণমূলকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct