আপনজন ডেস্ক: দেশের শীর্ষ টিভি নিউজ চ্যানেল এনডিটিভির প্রতিষ্ঠাতা রাধিকা রায় ও প্রণয় রায় তাদের টেলিভিশন চ্যানেলটির শেয়ারের সিংহভাগ শিল্পপতি গৌতম আদানির কোম্পানি এএমজি মিডিয়া নেটওয়ার্কের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার এনডিভির অনলাইনে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তাঁরা এ ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, ‘ভারতে আন্তর্জাতিক মানের সাংবাদিকতার চর্চা হলেও এর আরও প্রসারের জন্য শক্তিশালী ও কার্যকর একটি সম্প্রচারমাধ্যম প্রয়োজন—এমন বিশ্বাসকে পুঁজি করে ১৯৮৮ সালে আমরা এনডিটিভির যাত্রা শুরু করি। আমরা বিশ্বাস করি ৩৪ বছরে এনডিটিভি আমাদের অনেক আশা ও আদর্শের প্রতিফলন ঘটাতে পেরেছে। এনডিটিভি ভারত ও এশিয়ার সবচেয়ে আস্থাপূর্ণ সংবাদমাধ্যম হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত ও কৃতজ্ঞ।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘সাম্প্রতিক উন্মুক্ত প্রস্তাবের (ওপেন অফার) পর আদানি গ্রুপের মিডিয়া নেটওয়ার্ক এএমজি এখন এনডিটিভির সবচেয়ে বড় একক শেয়ার হোল্ডার। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে আমরা এনডিটিভিতে আমাদের শেয়ারের বেশির ভাগ অংশ এএমজি মিডিয়া নেটওয়ার্কের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খোলা প্রস্তাব দেওয়ার পর গৌতম আদানির সঙ্গে আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা যেসব সুপারিশ করেছি তার সবই তিনি ইতিবাচক ও আন্তরিকভাবে গ্রহণ করেছেন।’বিশ্বাস, নির্ভরতা আর স্বাধীনতাকে এনডিটিভির সমার্থক শব্দ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘আমাদের আশা, তিনি (আদানি) এসব মূল্যবোধগুলো বজায় রাখবেন। এ ধরনের প্রতিষ্ঠানের নেতা হিসেবে মূল্যবোধগুলোর প্রসারে যে ধরনের দায়িত্ব পালন করা দরকার তার সব করবেন। আমরা এনডিটিভির দিকে তাকিয়ে আছি। অসাধারণ সব প্রতিবেদক, প্রযোজকসহ এনডিটিভির অসাধারণ দলটি প্রবৃদ্ধির পরবর্তী অধ্যায়টিতে আছে। এটি সে অধ্যায়, যেটি নিয়ে ভারত গর্ববোধ করতে পারে।’ এনডিটিভির মালিকানা নিতে শাসক দল বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত গুজরাতের ধনকুবের গৌতম আদানি শিল্পগোষ্ঠী বেশ কিছুদিন ধরে সচেষ্ট। গত আগস্ট মাসে জানাজানি হয়, এনডিটিভির প্রায় ২৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে আদানি গোষ্ঠীর মিডিয়া শাখা। আরও ২৬ শতাংশ শেয়ার কেনার তোড়জোড় চালাচ্ছে তারা। প্রণয় ও রাধিকা জানিয়েছিলেন, তাদের না জানিয়ে কিছু শেয়ার হস্তান্তর হয়েছে। তবে সংস্থার অধিকাংশ শেয়ার তাদেরই অধীনে রয়েছে। ২৬ শতাংশ শেয়ার নিতে আদানি গোষ্ঠী শেয়ার বাজারে খোলা প্রস্তাব রাখে। ২২ নভেম্বর থেকে শুরু সেই প্রক্রিয়া ৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২৮ নভেম্বরেই প্রয়োজনীয় শেয়ার আদানি গোষ্ঠীর ভিসিপিএলের হাতে চলে আসে। প্রণয় ও রাধিকা রায় বাধ্য হন পরিচালন বোর্ড থেকে পদত্যাগ করতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct