সুব্রত রায়, কলকাতা, আপনজন: আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা । সেই মেলাকে ঘিরে প্রশাসনের তরফে প্রস্তুতি চলছে জোরকদমে। এবার সেই প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ৪ জানুয়ারি গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি দেখতে যেতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান।নবান্ন সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যেতে পারেন। ৪ তারিখে কলকাতা থেকে সাগরদ্বীপের উদ্দেশে রওনা দিতে পারেন তিনি। সেখানে গিয়ে রাতে থাকতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যাওয়ার সম্ভাবনা রয়েছে কপিলমুণির আশ্রমেও। ৫ তারিখে সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখে ৬ তারিখ কলকাতা ফিরতে পারেন তিনি। উল্লেখ্য গত ২১ ডিসেম্বর নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠকে মেলার প্রস্তুতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি। গঙ্গাসাগর মেলার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি একাধিক বিষয়ে নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাধিপতি শামিমা সেখ। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও বিভিন্ন দফতরের সচিবরা উপস্থিত ছিলেন বৈঠকে। ছিলেন ভারতীয় সেনা, নৌসেনা, বিএসএনএল, পোর্ট ট্রাস্ট, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সব মহল। বৈঠকে হাজির ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধিও। প্রসঙ্গত আগামী গঙ্গাসাগর মেলায় পূণ্যস্নান চলবে ১৪ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct