সুব্রত রায়, কলকাতা, আপনজন: ত্রিপুরায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর। তার আগে জানুয়ারি মাসে সে রাজ্যে প্রচারে যেতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূল কংগ্রেস সূত্রে এমনটাই জানা গিয়েছে।শুক্রবার ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেসের কমিটিকে নতুন করে গঠন করা হয়েছে। বড় দায়িত্বে রাখা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে । ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি পদে রাখা হয়েছে পীযূষ কান্তি বিশ্বাসকে । মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর নিয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রিপুরা সফরে আসছেন।’ প্রসঙ্গত এর আগে একাধিকবার ত্রিপুরায় সফর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুর ভোট ও বিধানসভা উপনির্বাচনে একাধিক জায়গায় প্রচার করেছেন তিনি।উল্লেখ্য শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে ত্রিপুরায় নির্বাচন পরিচালনা সংক্রান্ত কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে, রাজ্যসভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে। ভাইস চেয়ারম্যান করা হয়েছে আশিস লাল সিংকে। সদস্য হিসাবে রাখা হয়েছে সুস্মিতা দেবকে। এক্স অফিসিও মেম্বার হিসাবে রাখা হয়েছে শান্তনু সাহা, পান্না দেব, জাহির উদ্দিন, সঞ্জয় দাস, সমরেন্দ্র ঘোষ, শিবম সাহা, স্বপ্নদীপ চক্রবর্তী প্রমুখ। পাসাপাশি বিধানসভা নির্বাচনের জন্য ক্যাম্পেন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে শিবপ্রসাদ চৌধুরিকে। ম্যনিফেস্টো কমিটির চেয়ারম্যান করা হয়েছে কৃষ্ণধন নাথকে। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি করা হয়েছে যথাক্রমে, শিবপ্রসাদ চৌধুরি, কৃষ্ণধন নাথ, ত্রিদিপ দত্ত, তেজেন দাস, কল্প মোহন ত্রিপুরা, অনন্ত বন্দ্যোপাধ্যায়, পূর্নিতা চাকমাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct