সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্য সরকারের আইন ও বিচার দফতরের ওয়েবসাইট হ্যাক দেড় ঘন্টার বেশি সময় ধরে। এই প্রথম রাজ্য সরকারের কোনও দফতরের ওয়েবসাইট হ্যাক হল। সূত্রের খবর, শনিবার দুপুর থেকে রাজ্যের আইন ও বিচার দফতরের ওয়েবসাইট হ্যাক হয়। টানা দেড়ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও, সাইট খোলা সম্ভব হয়নি। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে।এদিন ওয়েবসাইট খোলার চেষ্টা করলে দেখানো হচ্ছে, ‘নাথিং ফাউন্ড’ একইসঙ্গে দেখানো হচ্ছে ‘হ্যাকড বাই ডেথ ব্রেন’। সাইট খোলার চেষ্টা করলে বেরিয়ে আসছে একটি পেজ, যেখানে দেখানো হচ্ছে, ‘ইট সিমস উই কান্ট ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর। পারহ্যাপস সার্চিং ক্যান হেল্প।’ সাইট হ্যাক হওয়া নিয়ে রাজ্য সরকারের কোনও আধিকারিক মুখ খুলতে চাননি। পাশাপাশি যে সংস্থা এই ওয়েবসাইট দেখভালের দায়িত্বে রয়েছে তাদের তরফেও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।উল্লেখ্য সম্প্রতি এইমসের ওয়েবসাইট হ্যাক করেছিল বিদেশি হ্যাকাররা। দেশের শীর্ষ স্বাস্থ্য সংস্থায় সাইবার অ্যাটাক হওয়ায় বিপাকে পড়েন রোগীরা। দেশের প্রথম সারির এই হাসপাতালের ওয়েবসাইট একাধিকবার হ্যাক করেছিল হ্যাকাররা। ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টার এক রিপোর্টে জানিয়েছে ৩০ নভেম্বর ৬ হাজার বার আইসিএমআর সার্ভারে হামলা করেছে হ্যাকাররা। ২৪ ঘন্টার মধ্যে এতবার হ্যাক করা হয়েছে বলে জানানো হয় এনআইসির তরফে। সেই ঘটনার এক মাস এখনও পেরোয়নি, এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওয়েবসাইট হ্যাক হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct