সুব্রত রায়, কলকাতা, আপনজন: বড়দিনের আগের দিন বিকেল থেকেই ভিড় সামলাতে রাস্তায় নামলো কলকাতা পুলিশ। বিকেল চারটে থেকে কলকাতা পুলিশ পার্ক স্ট্রিট, ময়দান ও রবীন্দ্র সদন এলাকায় রাস্তায় নামে। ভিডের ওপর নজরদারি চালাতে ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১১টি। দুটি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে । লালবাজারের মূল কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখতে সাক্সিট এলাকায় একটি অতিরিক্ত কন্ট্রোল রুম খোলা হয়েছে ।পার্ক স্ট্রিট এলাকায় দুটি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। থাকছে কুড়িটি বাইকে চেপে পার্ক স্ট্রীট ও তার পার্শ্ববর্তী এলাকায় নজরদারি। এছাড়া পিসি আর ভ্যান থাকছে ৫৮ টি, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে ১২টি। ধর্মতলা রবীন্দ্রসদন পাক স্টি ট মল্লিক বাজার সহ গোটা শহরে নজরদারি চালানোর জন্য ২৩ টি নাকা চেকিং পয়েন্ট থাকছে। পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ মোট ১৬ টি থাকছে অ্যাম্বুলেন্স রাখা থাকছে আটটি। গোটা শহরে নিরাপত্তার দরুন ৫২ টি পুলিশ পিকেট বসানো হচ্ছে। পার্ক স্ট্রিটে জিৎ সামলাতে যে পুলিশ ফোর্স শনিবার বিকেল থেকে বলবৎ করা হয়েছে সেই একই পুলিশি ব্যবস্থা রবিবার দিনভর এবং সোমবার সকাল পর্যন্ত থাকবে বড়দিনের দিন সন্ধ্যায় নিরাপত্তার দেখভালের দায়িত্বে থাকবেন স্পেশাল পুলিশ কমিশনার ডময়েন্টি সেন ও এস টি এফ এর যুগ্ম পুলিশ কমিশনার ভি সোলেমান। বড়দিন উপলক্ষে শহরের দ্রষ্টব্য স্থান শপিংমল এই জায়গাগুলিতেও ইন্সপেক্টরদের অধীনে পুলিশি নিরাপত্তা বলয় মোতায়ন থাকছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে অতিরিক্ত ভিড় হলে পুলিশ প্রয়োজন বোধে যান চলাচল সেখানে বন্ধ করে দেবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct