সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: নির্মল বিদ্যালয় পুরস্কার পেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে এই পুরস্কার তুলে দেন ভাঙড় উত্তর চক্রের বিদ্যালয় পরিদর্শক। এদিন ‘ক্লিন এ্যান্ড গ্রীন স্কুলস’ প্রোগাম আয়োজনের দ্বায়িত্ব পায় ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালি ২ অঞ্চলের কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়। এই অনুষ্ঠানে এসে কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে নির্মল বিদ্যালয় পুরস্কার তুলে দেন বিদ্যালয় পরিদর্শক মীরা গুপ্তা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোগালি ২ অঞ্চলের প্রধান মোদাচ্ছের হোসেন, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মহম্মদ আমিরুল মল্লিক, প্রধান শিক্ষক জার্সিস হোসেন, সমাজসেবী শাহানুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং কবিতা পাঠ করেন সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে। এছাড়াও বিদ্যালয়ের পড়ুয়ারা কবিতা পাঠ, গান ও নাটকে অংশগ্রহণ করেন। উল্লেখ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন ও সমগ্র শিক্ষা মিশন জেলার ১০ টি স্কুলকে নির্মল বিদ্যালয় পুরস্কার প্রদান করেছে। কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয় ছাড়াও এই পুরস্কার পেয়েছে ব্যাঁওতা ২ নম্বর অঞ্চলের কাঁঠালবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় ও ভগবানপুর অঞ্চলের ছয়ানি প্রাথমিক বিদ্যালয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct