নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: আবাস যোজনার প্রাপকদের নামের তালিকা প্রকাশ হতেই স্বজন পোষণের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীদের একাংশ।‘কাটমানি’ দিতে পারেননি বলে তালিকায় নাম ওঠেনি বলেও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।শুক্রবার সকালে এমনই অভিযোগে বিক্ষোভে তেতে উঠল হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শিমলা ও মুঙ্গল গ্রামের একাংশরা।গ্রামবাসীদের অভিযোগ,আবাস যোজনার তালিকায় নাম রয়েছে পঞ্চায়েত সদস্যের পরিবার ও আত্মীয়স্বজনদের।শাসকদলের নেতা,কর্মী ও পঞ্চায়েত সদস্য নিজের লোকেদের সুবিধা পাইয়ে দিতে বঞ্চিত করা হয়েছে প্রকৃত উপভোক্তাদের। যাদের ঝা চকচকে পাকা বাড়ি রয়েছে,গাড়ি রয়েছে ও যারা লক্ষ লক্ষ টাকার মালিক তাদের নাম তালিকায় রয়েছে।অপরদিকে যারা জরাজীর্ণ কাচা বাড়িতে পলিথিন টাঙিয়ে কোনোরকমে দিন গুজরান করছে তাদেরকেই বঞ্চিত রাখা হয়েছে। কাটমানি দিতে না পারায় এই বঞ্চনার অবিযোগ। তাই পুনরায় সার্ভের দাবি জানিয়ে ব্লক আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত সদস্য তাপসী দাস ও তার স্বামী জগন্নাথ দাসের সঙ্গে ফোন মারফতে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডিও অনির্বাণ বসু তদন্ত করার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct