সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা করতে অনিচ্ছুক হওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার, জেলা প্রশাসন, বোলপুর পৌরসভা, বাংলা সংস্কৃতি মঞ্চ সহ বেশ কিছু সংগঠনের যৌথ উদ্যোগে বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলা করার আয়োজন করা হল। শুক্রবার ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত পৌষমেলায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন কলকাতা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলাশাসক বিধান রায়, প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্ত গুপ্ত, প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য সবুজ কলি সেন, পরিবেশবিদ সুভাষ দত্ত, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। রবীন্দ্র সংগীতের মাধ্যমে উদ্বোধন হলো বিকল্প পৌষ মেলার । সেই পৌষ মেলার মঞ্চ থেকে বারংবার উপাচার্যকে নিশানা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিশ্বভারতী আমাদের অহংকার বিশ্বভারতী আমাদের আবেগ। কিন্তু কয়েক বছর যাবৎ ধাক্কা খাচ্ছে, বিকল্প পৌষ মেলার মঞ্চ থেকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে বারংবার নিশানা ফিরহাদ হাকিমের। মেলা কেন বন্ধ করব? উপাচার্যের প্রেস বিবৃত সম্পর্কে বলেন, যারা দাগি, যাদের কেশ আছে, তাদের পাশে থাকব না। আপনার ক্ষেত্রে যারা আপনাকে এপোরমেন্ট দিয়েছেন, তারা ও জেল খেটেছেন। সুতরাং ঔদ্ধত্যপনা ঠিক নয়। সরকার বদলে তারা ক্লিনচিট পেয়েছে, এক্ষেত্রে ও ক্লিনচিট পাবে। আমরা এখানে কেউ ব্যক্তিগত ভাবে নয়, কবিগুরুকে সম্মান দেওয়ার জন্য আসি। তোমার সেই পৌষমেলা আজও চলছে। যেদিন আমরা থাকব না, সেদিন ও পৌষমেলা চলবে। তার কারণ তোমার সংস্কৃতি, তোমার দৃষ্টি, তোমার সৃষ্টি কেউ আটকিয়ে রাখতে পারবে না, কবিগুরু তোমায় প্রনাম
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct