এহসানুল হক, বসিরহাট, আপনজন: ধান্যকুড়িয়া ঐতিহ্যকে সামনে রেখে ধান্যকুড়িয়ায় শুরু হচ্ছে ‘ধান্যকুড়িয়া উৎসব’ সাতদিনব্যাপী এই ধান্যকুড়িয়া উৎসবে কেন্দ্র করে সাজসাজ রব। আগামী ২৪ শে ডিসেম্বর শুভ সূচনা হবে মেলার। উৎসবের শেষ প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে উপস্থিত হন বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট ২ নম্বর ব্লকের সভাপতি মিহির ঘোষ, উপস্থিত ছিলেন ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান, বেগমপুর বিবিপুর পঞ্চায়েত প্রধান জামাল উদ্দিন সহ একাধিক বিশিষ্টজনেরা। এই বিশেষ মেলায় প্রত্যেক দিনে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। নামিদামি শিল্পীরাও এই বিশেষ মেলা এসে পারফরম্যান্স করবেন। এদিন চেয়ারম্যান এ টি এম আব্দুল্লাহ রনি বলেন, ধান্যকুড়িয়া গ্রামীণ মানুষের উন্মাদনাকে গুরুত্ব দিয়ে ধান্যকুরিয়া উৎসবের শুভ সূচনা হবে। আমাদের লক্ষ্য ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা গান শেখে, নাচ শেখে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েই এই বিশেষ পদক্ষেপ। যাতে তারা এই রকম একটা স্টেজে অংশগ্রহণ করে তারা বড় জায়গায় যেতে পারে। এই বিশেষ উৎসবে প্রায় ত্রিশটির মতো স্টল থাকছে। পাশাপাশি তিনি বলেন, করোনার পরে বহু মানুষ কাজ হারিয়েছে। তাদের কাছে পয়সা নেই, তাই তারা যদি কিছু এই মেলা থেকে আর্থিক সহযোগিতা পায় তারই একটা প্রচেষ্টা। সকল মানুষকে এই মেলা প্রাঙ্গণে আসার আহ্বান জানালেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct