আজিজুর রহমান, গলসি, আপনজন: গলসি কলেজে একটি আন্তর্জাতিক সেমিনার করা হল শুক্রবার। এদিন এই কলেজ ছাড়াও জেলা তথা রাজ্যের বিভিন্ন কলেজের শতশত পড়ুয়াদের নিয়ে সেমিনারটি করা হয়। অনুষ্ঠান বেলা এগারোটা থেকে শুরু হয়ে বিকাল প্রযন্ত চলে। এদিনের সেমিনারে জেলা, রাজ্যে তথা দেশের ছাড়াও পাশের বাংলাদেশ দেশ থেকেও কলেজের অধ্যাপকরা এসে যোগদান করেন। যেখানে সমগ্র দক্ষিণ এশিয়া বিভিন্ন দেশে বর্তমান অতীতের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হয়। বর্তমান রাজনীতিতে গণতান্ত্রিক পরিস্থিতি সমাজের পক্ষে কতটা গ্রহণযোগ্য তা বিষদে আলোচনা করেন অধ্যাপকেরা। এমন গণতান্ত্রিক পরিস্থিতিতে স্কুল কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ কিভাবে চলবেন তারই ব্যাখ্যা তুলে ধরা হয়। তাছাড়া বর্তমান পরিস্থিতি চললে ভবিষ্যতে কি হতে পারে তারও বিস্তারিত বিষয় উপস্থাপন করা হয় পড়ুয়াদের সম্মুখে। গলসি কলেজের অধ্যাপক ড. অভিষেক কর্মকার জানিয়েছেন, কয়েক বছর পূর্বে গণতান্ত্রিক বিষয়ক এই কর্মকান্ড তারা শুরু করেছেন। ভবিষ্যতে বিভিন্ন কলেজে আরও এমন ধরনের অনুষ্ঠান চলবে। তাছাড়াও পূর্ব ও বর্তমান গণতান্ত্রিক বিষয় গুলি তুলে ধরে তারা একটি বই আকারে প্রকাশিত করবেন। গলসি সহ বিভিন্ন কলেজে এমন সেমিনার থেকে বেশই উপকৃত হবে পড়ুয়ারা এমটি জানিয়েছেন কলেজ পড়ুয়া থেকে সেমিনারে অংশগ্রহণকারী অধ্যাপক অধ্যাপিকারা
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct