রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: নিয়োগ পেয়েছেন একজন। তাঁর নিয়োগপত্রে চাকরি করছেন আর একজন। এমনই ভুয়ো শিক্ষকের তালিকায় নাম উঠে এলো মুর্শিদাবাদের সুতির গোঠা এ আর রহমান স্কুলের কর্মশিক্ষার শিক্ষক অনিমেষ তেওয়ারি। এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতেই জেলাজুড়ে কার্যত শোরগোল পড়েছে। জানা গিয়েছে,ওই স্কুলের প্রধান শিক্ষক আশীষ তেওয়ারির ছেলে অনিমেষ তেওয়ারি বাড়ি সুতি-১ ব্লকের নয়া বাহাদুরপুর এলাকায় তার ছেলের বিরুদ্ধেই সেই অভিযোগ। ভূগোলের শিক্ষক পদে অরবিন্দ মাইতি নামে এক শিক্ষক নিয়োগ পত্র পান বেলডাঙার একটি স্কুলে। তার ভূগোলের নিয়োগপত্র জালিয়াতি করে অনিমেষ তেওয়ারি চাকরি করছেন সুতির গোঠা স্কুলে। প্রাথমিক তথ্যে এমনটাই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। ইতিমধ্যেই কর্মশিক্ষার শিক্ষক পদে অনিমেষ তেওয়ারির স্কুল রেজিস্ট্রার সহ যাবতীয় নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু’। ওই শিক্ষককে নিয়ে বিচারপতি বলেন, ‘স্কুলের পড়ুয়াদের অবস্থা আমি শুধু ভাবছি। কী পড়ছে তারা! ২০১৯ সাল থেকে তিনি বেতন নিচ্ছেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি না ব্যাতিক্রমি দুর্নীতি সেটাই আদালত খতিয়ে দেখতে চাই। এদিকে অভিযুক্ত শিক্ষক ও স্কুলের প্রধান শিক্ষক কে আত্মপক্ষ সমর্থনে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct