আজিম শেখ, বীরভূম, আপনজন: পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-এর জন্মদিন ২৩ ডিসেম্বর পালিত হয় কৃষক দিবস। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উদ্যোগে ফার্মাস ডে উপলক্ষে ময়ূরেশ্বর ১ নং ব্লকের মল্লারপুর নইসুভায় কৃষকদের নিয়ে শুরু হল প্রশিক্ষণ শিবির। দেখানো হল কিভাবে অল্প জলে অধিক চাষ করা যায় ও ফসল ফলানো যায়। বিভিন্ন যন্ত্রপাতি সহ পাইপ জল তোলা মেশিন নিয়ে এসে এলাকার মানুষকে ডেমো দেখানো হয়। রেন গান, স্প্রিংকলার, পাইপ সহ বেশ কিছু যন্ত্রপাতি মিলবে। কৃষকদেরকে শুধু মাত্র জি.এস .টি বিলের বিনিময়ে এর জন্য জমির কাগজ দিলেই প্রতিটি কৃষক পেয়ে যাবেন এই পরিষেবা। উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ১ নং ব্লকের সহ কৃষি আধিকর্তা, প্রিমিয়ার ইরিগেশনের পক্ষে কেন্দ্রীয় এরিয়া ম্যানেজার অনির্বাণ চ্যাটার্জি, বীরভূম ও বর্ধমান জেলার ফিল্ড অফিসার জয়ন্ত দাস, মার্কেটিং এক্সকিউটিভ দিবাকর পাল, নইসুভা কর্ণধার সাধন সিংহ। আরো অনকে। এলাকার কৃষকেরা জানান এই উন্নত প্রযুক্তি যন্ত্রপাতি পেয়ে আমরা খুবই আনন্দিত । প্রিমিয়ার ইরিগেশনের রেন গান,ও স্প্রিংকলার এর মাধ্যমে অল্প খরচে অধিক চাষ,লেবার খরচ কম,সময় কম তাই আমরা এর মাধ্যমে চাষ করতে আগ্রহী
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct