অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বধূ নির্যাতন ও খুনের চেষ্ঠার অভিযোগ সহকারী অধ্যাপক এর বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই অধ্যাপক কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে শুক্রবার বালুরঘাট জেলা আদালতে তোলার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক ডঃ তাপস পাল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানায় তাঁর স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ।শুক্রবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। জানা যায়, নির্যাতনের বিষয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যাপকের স্ত্রী। পেশায় তিনিও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা।
তাঁর স্বামী’র বিরুদ্ধে তিনি বধূ নির্যাতন ও খুনের চেষ্ঠের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে বালুরঘাট থানার পুলিশ। এ বিষয়ে অভিযোগকারী আইন বিষয়ের ওই অধ্যাপিকা জানান, বিয়ের পর থেকে বহুবার আমাকে মারধর করেন। বাজে ভাষায় কথা বলেন। আমাকে বাইক থেকে ফেলে দিয়েছিল মেরে ফেলার উদ্দেশ্যে। পাশাপাশি আমার পরিবারের কাছে টাকা চাইতেন। আমরা অ্যাকাউন্ট নম্বর উনার কাছেই থাকতো। আমি অবৈধ সম্পর্কের বিষয়ে পরে জানতে পারি। এ বিষয়ে অভিযোগকারী ওই অধ্যাপিকার মা জানান, বধূ নির্যাতনের ঘটনা আমার মেয়ের জীবনে ঘটে গেছে। ভয়ংকর ভাবে সেই নির্যাতন ঘটেছে। মেয়ে অনেক কিছুই আগে আমাদের কাছে চেপে গেছে । আমাকে বলেনি। আমার মেয়ের গলা টিপে ধরতে, মারতো ,কোমরে লাথি মেরেছে। আমি ওর শাস্তি দাবী করছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct