সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: কথায় আছে গান,বাজনা মোতিচুর এই তিন নিয়ে বিষ্ণুপুর। মল্লগড় এই বিষ্ণুপুর তার নিজের ধ্রুপদ সংগীত ঘরানা, মল্ল রাজাদের ফেলে যাওয়া অসাধারণ শিল্পশৈলীর টেরাকোটা মন্দির নিয়ে আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। শুক্রবার ৩৫তম বিষ্ণুপুরের মেলার উদ্বোধনে চাঁদের হাট বসেছিল পুরো মন্দির নগরী জুড়ে। বিষ্ণুপুর হাইস্কুল ময়দানে এই মেলার উদ্বোধন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কবি সুবোধ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, জেলাশাষক, জেলা পুলিশ সুপার থেকে শুরু করে বিধায়করাও। এই মেলায় চমক হিসেবে থাকবে উস্তাদ রশিদ খান, মোনালী ঠাকুর, শিলাজিৎ- এর গান। এছাড়াও অনেক গুলি স্টলের মাধ্যমে হস্তশিল্প এবং কুটির শিল্পের নির্দশন দেখা যাবে। সবে মিলে যেন ফের স্বমহিমায় দেখা গলো মন্দির নগরী বিষ্ণুপুরের এই মেলাকে।উদ্বোধনের দিন থেকেই পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষের আগমন ধরা পড়েছে। ঐতিহাসিক এই নগরী ফের আরেকবার রঙিন হয়ে উঠেছে
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct