আপনজন ডেস্ক: গত বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই স্কুল সার্ভিস কমিশন নিজস্ব ওয়েবসাইটে ৯৫২ জন ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করেছিল। অভিযোগ, ‘নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ৯৫২ জন ভুয়ো সুপারিশপত্র পেয়েছিলেন’।স্কুল সার্ভিস কমিশনের সাইটে প্রকাশিত ওএমআর শিট অসম্পূর্ণ বলে অভিযোগ উঠল। সেই অভিযোগের ভিত্তিতে এবার প্রার্থীর সঙ্গে তাঁর বাবার নাম ও সেই প্রার্থী কোথায় চাকরি করছেন সেই স্কুলের নাম উল্লেখ করে ফের নতুন করে ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কমিশন এই ভুয়ো সুপারিশের কথা মেনে নিয়ে ১৮৩ জনের কথা জানিয়েছিল। সেই সময় সিবিআই আদালতে রিপোর্ট পেশ করে দাবি করেছিল, সংখ্যাটা ১৮৩ নয়, ৯৫২। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো বুধবার রাতে ৯৫২ জনের ওএমআর শিট প্রকাশ করে এসএসসি। তবে সেই তালিকায় প্রার্থীদের নামের পাশে বাবার নাম ও স্কুলের নাম নেই। তাতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ ওঠে। সেই বিভ্রান্তি দূর করতেই প্রার্থীদের নামের সঙ্গে তাঁদের বাবার নাম ও কর্মরত স্কুলের নাম জানানোর নির্দেশ দেয় হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৯ ডিসেম্বর। তার আগেই পুনরায় ওএমআর শিট প্রকাশ করতে কমিশনকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।আগামী ২৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct