নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে বীরভূমের দাপুটে নেতা অনুব্রতের জামিন বিষয়ক মামলার শুনানি চলে। এদিন রাজ্যের কাছে অনুব্রতের বিরুদ্ধে খুনের চেস্টা সংক্রান্ত দুবরাজপুর আদালতে মামলার কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের নির্দেশ, -'অনুব্রতের বিরুদ্ধে রাজ্য পুলিশে যে মামলা হয়েছে, তার কেস ডায়েরি জমা দিতে হবে'।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর গরু পাচার মামলায় এদিন হাইকোর্টে অনুব্রতের জামিনের মামলা ছিল। সেই মামলার শুনানিতেই দুবরাজপুর আদালতে শিবঠাকুরের দায়ের করা অভিযোগের কেস ডায়েরি চায় হাইকোর্ট। গরু পাচার মামলায় এখনই জামিন মিলল না অনুব্রতের।এদিন এই মামলার শুনানি পর্বে অনুব্রতের আইনজীবীর কপিল সিব্বলের উদ্দেশে বিচারপতি বাগচী বলেন,- ''আপনার মক্কেল এতই ভিআইপি যে, কেন্দ্র ও রাজ্য উভয়েই তদন্ত করতে চায়।'' পাশাপাশি ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, -' নিম্ন আদালতের বিচারককে হুমকির ঘটনায় রাজ্য কী তদন্ত করেছে তা-ও জানাতে হবে'। আগামী ৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। উল্লেখ্য , চলতি বছরের গত ১১ অগস্ট গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল কে গ্রেফতার করে সিবিআই। তারপর যত সময় এগিয়েছে, ততই এই মামলার তদন্ত নানা দিকে মোড় নিয়েছে। পরে ইডির হাতে গ্রেফতার হন অনুব্রত। এই মামলায় 'কেষ্ট'কে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে সম্প্রতি সায়ও দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তবে, দিল্লির আদালতের এই সম্মতির পরই অনুব্রতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে চাঞ্চল্য ফেলে দেন বীরভূমের বালিজুড়ির শিবঠাকুর মন্ডল।আগামী ৩ জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রতের জামিন বিষয়ক মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct