নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের আবেদন খারিজ করে দিল আদালত । এরফলে সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ ছিল তা বহাল রাখলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কয়লা দুর্নীতি মামলায় ইডি-র তদন্তের আওতায় থাকা মেনকা গম্ভীর হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিলেন যে, -' তাঁকে ব্যাঙ্কক যেতে দেওয়া হোক। তাঁর মা খুবই অসুস্থ। তাই তাঁর সেখানে যাওয়া প্রয়োজন'। তবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ আগেই সেই আর্জি বাতিল করেছিল। এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে খারিজ হল মেনকা গম্ভীরের আবেদন।চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল মেনকাকে। লাউঞ্জ থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল অভিবাসন দফতরের অফিসে। সেখানে দু'ঘণ্টা বসিয়ে রাখার পর বাড়ি ফেরানো হয়েছিল অভিষেকের শ্যালিকাকে।আদালতের নির্দেশ রয়েছে, -' মেনকার বিরুদ্ধে কোনও চরম পদক্ষেপ করতে পারবে না ইডি'। কিন্তু বিমানবন্দরে ওইভাবে তাঁকে আটকে দেওয়াকে চরম পদক্ষেপ হিসেবে আদালতে তুলে ধরেছিলেন মেনকার আইনজীবীরা। কিন্তু আদালত বলে, -' সেদিনের ঘটনা হেনস্থা হতে পারে কিন্তু কখনওই তা চরম পদক্ষেপ নয়'।এরপর একদিন সাত ঘণ্টা কলকাতায় ইডি কর্তাদের জেরার মুখে বসতে হয়েছিল মেনকাকে। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিদেশ যাওয়ার আবেদন খারিজ হয়ে গেল হাইকোর্টে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct