নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: ফের নিয়োগে স্থগিতাদেশ জারি করা হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।শুক্রবার রাজ্যের দমকলে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ দিল আদালত । দমকল বাহিনীতে ১৫০০ হাজার পদে নিয়োগের জন্য যে প্যানেল প্রকাশ করা হয়েছিল, সেই প্যানেল অনুযায়ী এখনই নিয়োগ নয়, তা এদিন জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।এর পাশাপাশি পুরনো প্যানেল বাতিল করে নতুন করে তালিকা প্রকাশেরও নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ ।উল্লেখ্য , গত ২০১৮ সালে দমকলের দেড় হাজার অপারেটর নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল। তারপর প্যানেল করে মৌখিক পরীক্ষা নেওয়ার পর নিয়োগ প্রক্রিয়া শুরু।আগেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।চাকরিপ্রার্থীদের অভিযোগ , -' প্যানেলে সংরক্ষিত কোটাতে যাঁদের নাম রয়েছে, তাঁরা যোগ্য নন। সার্টিফিকেট নেই তবুও চাকরি পেয়েছেন অনেকেই। আবার বেশ কিছু ভুল প্রশ্নও ছিল যার নম্বর দেওয়া হয়নি'।এর আগে এই নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্টের ভর্ত্সনার মুখে পড়তে হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনকে। হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই নিয়োগ সংক্রান্ত তথ্য দিতে না পারায় দশ হাজার টাকা জরিমানাও করেছিল হাইকোর্ট।শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে । এদিন মামলার শুনানি শেষে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় -' এখনই নিয়োগ নয়'।
সেইসাথে পিএসসিকে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় , -'হাইকোর্টের গাইডলাইন মেনে বিষয়টা পুনর্বিবেচনা করতে'। পুরনো প্যানেল বাতিল করে নতুন তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। আগামী ২ মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে কমিশনকে, জানাল ডিভিশন বেঞ্চ ।শুক্রবার জানানো হয়েছে, -' কলকাতা হাইকোর্টের গাইডলাইন মেনে পিএসসিকে পুনর্বিবেচনা করতে হবে এবং সেই কাজ শেষ করতে হবে আগামী দু'মাসের মধ্যে'। আসলে এই নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে যে, -' সার্টিফিকেট নেই এমন ব্যক্তিও চাকরি পেয়েছে। আবার সংরক্ষিত কোটাতেও দুর্নীতি হয়েছে' । সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আপাতত স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। গত ২০১৮ সালের জুন মাসে ১ হাজার ৫০০ জন ফায়ার অপারেটর নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই সময়ই অভিযোগ ওঠে, সার্টিফিকেট নেই ব্যক্তিও (স্পোর্টস কোটায়) চাকরি পেয়েছে। আবার সংরক্ষিত কোটাতেও দুর্নীতি আছে। এই কোটায় সাধারণ উপজাতিও চাকরি পেয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct