মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বিডিওকে গণ ডেপুটেশন দিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদের সদস্যরা। বুধবার দুপুরে বিডিওকে গণ ডেপুটেশন দেওয়ার ঘটনাটি ঘটেছে নলহাটি ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কারণে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় স্বজন পোষণ এবং ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যোগ্যতা থাকা সত্ত্বেও গরিব দিন মজুর খেটে খাওয়া সাধারণ মানুষ,যাদের বাড়ি নেই। সেই সব মানুষদের আবাস যোজনায় অন্তর্ভুক্ত করা হয়নি। তৃণমূল কংগ্রেসের যারা ঘনিষ্ঠ, কেবল তাদেরই আত্মীয়-স্বজনদের নাম প্রধান মন্ত্রী আবাস যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনই অভিযোগ তোলেন ভারতের কমিউনিষ্ট পার্টি মার্ক্সবাদ বীরভূম জেলা কমিটির সম্পাদক সঞ্জীব বর্মন। দু হাজারের অধিক আবেদন পত্র বিডিওকে জমা দেন সিপিএম সদস্যরা।এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিটুর বীরভূম জেলা কমিটির সম্পাদক আব্দুস সালাম,কৃষক সভার সম্পাদক খাইরুল হাসান সহ স্থানীয় নেতা কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct