আপনজন ডেস্ক: কানাডার টরেন্টোতে এক প্রৌঢ়কে (৫৯) কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ৮ কিশোরীর বিরুদ্ধে। মঙ্গলবার দেশটির পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। ৮ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।খবর নিউইয়র্ক টাইমসের। ঘটনাটি কানাডার টরন্টো শহরের রাস্তায় গত রোববার সকালে ঘটেছে। শহরের মূল রেলস্টেশনের পাশে ওই প্রৌঢ়কে প্রথমে হেনস্থা করা হয়। তার পর ৮ কিশোরী মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে হামলা করে। প্রৌঢ়কে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা পালিয়ে যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct