নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: ২০১৭ সালের বন্যা ত্রাণের দুর্নীতির পর এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় স্বজনপোষণের কাঠগড়ায় হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েত।রাজ্য তৃনমূল প্রশাসনের সীমাহীন দুর্নীতি,গরীব মানুষদের ঘরের তালিকা থেকে নাম বাদ,প্রশাসনিক ব্যর্থতা, প্রশাসন ও পুলিশি জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার শাসকদল পরিচালিত বরুই গ্রাম পঞ্চায়েতে প্রধানের নিকট ১৫ দফা দাবি নিয়ে গণ ডেপুটেশন প্রদান করেন কংগ্রেস। এদিন বরুই গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সভাপতি ও হরিশ্চন্দ্রপুর -১ নং ব্লকের কংগ্রেসের কার্যকারী সভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে ২১ টি বুথের প্রায় হাজার লোকের উপস্থিতিতে এই গণ ডেপুটেশন। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজীব গান্ধী পঞ্চায়েতী রাজ সংগঠনের রাজ্য কো-অর্ডিনেটর মুস্তাক আলম,মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মাসুদ আলম,চাঁচল ৪৫ ও হরিশ্চন্দ্র পুর ৪৬ বিধান সভার দুই যুব কংগ্রেসের সভাপতি রজিনা খাতুন ও আমেরুল ইসলাম, ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের বর্তমান প্রধান বিমান বিহারী বসাক ও রশিদাবাদ অঞ্চল কংগ্রেসের সভাপতি সেকিল সিরাজী সহ অন্যান্য নেতৃত্বরা।এদিন বিকেলে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বরুই গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করা হয় তারপরে গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ মুস্তাক হোসেনের হাতে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়।১৫ দফা দাবির মধ্যে মুখ্য দাবিগুলো ছিল আবাস যোজনা তালিকায় স্বচ্ছতা আনা,যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে কারণ সহ তাদের লিস্ট প্রদান করা,জব কার্ড নম্বর সহ আবাস যোজনার তালিকা প্রদান, যাদের একাউন্টে টাকা ঢোকানো হয়েছে তাদের তালিকা প্রকাশ করা সহ ১৫ দফা দাবি নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করেন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা। বরুই অঞ্চলের কংগ্রেস নেতা আব্দুল মান্নান জানান ২০১৭ সালে বন্যা ত্রাণ কেলেঙ্কারিতে ব্যাপক সরকারি টাকা নয় ছয় করেছিলেন এই পঞ্চায়েত।আবাস প্লাস যোজনাতেও ব্যাপক হারে দুর্নীতি করছে এই পঞ্চায়েত। তারই প্রতিবাদে এদিনের এই ডেপুটেশন। প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম জানান রাজ্য জুড়ে আবাস যোজনা তালিকাতে নাম তোলা নিয়ে ব্যাপক দলবাজি করছে তৃণমূল কংগ্রেস।উপভোক্তাদের নাম কেটে প্রভাবশালীদের নাম দিয়ে তালিকা তৈরি করা হচ্ছে।জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা এর বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করছি।পঞ্চায়েত প্রধান মুস্তাক হোসেন জানান, সার্ভের পর যে সমস্ত যোগ্য উপভোক্তাদের নাম বাদ পড়ে গেছে তাদের নাম তালিকাভুক্ত করার জন্য কাগজপত্র জমা নেওয়া হচ্ছে। প্রকৃত উপভোক্তারা আবাস যোজনার ঘর পাবে বলে আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct