নিজস্ব সংবাদদাতা, সোনারপুর, আপনজন: দক্ষিণ ২৪ পরগণার ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান হরিনাভি দ্বারকানাথ বিদ্যাভূষণ অ্যাংলো সংস্কৃত উচ্চ বিদ্যালয়। সম্প্রতি সেখানকার ছাত্র-ছাত্রীরা আয়োজন করেছিল তাদের হরেক রকম হাতের কাজ এবং সুদৃশ্য অংকন নিয়ে দুদিনের এক প্রদর্শনী। বিভিন্ন শ্রেণির ছাত্ররা অংশগ্রহণ করেছিল এই প্রদর্শনীতে। অভিভাবক-অভিভাবিকারাও হাজির হয়েছিলেন এই প্রদর্শনীতে তাদের সন্তান-সন্ততিদের হাতের কাজ দেখতে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ছাত্রদের এই সৃজনশীলতাকে উৎসাহ দিতে সর্বতোভাবে দুদিন ধরে তাদের পাশে ছিলেন। এগিয়ে এসেছিলেন বিদ্যালয়ের অশিক্ষক কর্মচারীরাও। বিজয়ী ছাত্রদের হাতে সুসজ্জিত পুরস্কার ও মানপত্র তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রমজিৎ মন্ডল। সামগ্রিকভাবে অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন নিরুপমা সর্দার এবং হানিফ ইকবাল
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct