নিজস্ব প্রতিবেদক, নয়া দিল্লি, আপনজন: কেন্দ্রীয় সরকার অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ (ইডব্লুএস) সংরক্ষণের অধিকারী সুবিধাভোগীদের চিহ্নিত করার জন্য কোনও সমীক্ষাই করেনি। ইডব্লুএস নিয়ে সমীক্ষার প্রস্তাব নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদের প্রশ্নের জবাবে মঙ্গলবার একথা জানিয়েছে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। উল্লেখ্য, এই বছরের শুরুর দিকে সুপ্রিম কোর্ট যখন ইডব্লুএস সংরক্ষণের সাংবিধানিকতা নিয়ে শুনানি শুনছিল, তখন কেন্দ্রীয় সরকার সাংবিধানিক বেঞ্চকে মৌখিকভাবে বলেছিল যে এটি নীতি আয়োগের বহুমাত্রিক দারিদ্র্য সূচকে সংকলিত ডেটার উপর নির্ভর করে বলেছে, সাধারণ শ্রেণির মধ্যে ১৮.২ শতাংশই ইডব্লুএস শ্রেণির মধ্যে পড়বে যা প্রায় ৩.৫ কোটি।
এর আগে বিচারপতি দীনেশ মহেশ্বরীর নেতৃত্বাধীন বেঞ্চ আদালত কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ হিসাবে চিহ্নিতকরণ কিসের উপর ভিত্তি করে করা হয়েছে। আর কিসের ভিত্তিতে ১০ শতাংশের কথা বলা হচ্ছে। অার প্রধান বিচারপতি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বেঞ্চ কেন্দ্রকে বলেছিল, সরাসরি ওবিসি ক্রিমি লেয়ারের মানদণ্ড থেকে আয়ের মানদণ্ড তুলে নেওয়া হয়েছে। এটি অন্যায় হবে কারণ যারা ইডব্লুএস তাদের ওবিসিদের মতো সম্মুখীন হতে হচ্ছে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct