সুব্রত রায়, কলকাতা, আপনজন: আগামী ৮ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে। এদিকে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট বিএফ ৭ ভারতের ৪ জনের দেহে থাবা বসিয়েছে। যা চিন্তা বাড়াচ্ছে। সেই আবহে গঙ্গাসাগর মেলা হবে কি না তা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, কোভিড পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্য সরকার। কোভিড বাড়লে বিধি মেনে গঙ্গাসাগর মেলা হবে বলে জানিয়ে দেন তিনি।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে। রাজভবনে বেশকিছুক্ষণ ধরে চলে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের বৈঠক। এদিন রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীকে বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। কোভিড বাড়লে গঙ্গাসাগর মেলা হবে কি না তা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান, কোভিড বাড়লে প্রোটোকল মেনে গঙ্গাসাগর মেলা হবে। একইসঙ্গে তিনি জানান, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। রাজভবন থেকে বেরিয়ে রাজ্যবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত আগামী ৮ জানুয়ারি থেকে দক্ষিণ ২৪ পরগনার সাগরে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। বুধবার নবান্ন সভাঘরে সাগরমেলার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে তিনি কোভিড পরিস্থিতি নিয়েও নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে অবিলম্বে কোভিড নিয়ে পর্যবেক্ষক টিম গঠনের নির্দেশ দেন। সেই দলে যোগীরাজ রায়কে নেওয়ার কথাও বলেন তিনি।বৃহস্পতিবার দুপুরে রাজভবন পৌঁছন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর এদিন বৈঠক হয় দীর্ঘক্ষণ। রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিভিন্ন বিষয়ে কথা হয় ।রাজভবন সূত্রে জানা গিয়েছে, বড়দিনের আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবার রাজভবনে যান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার পর এই প্রথম মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন। সূত্রের খবর, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ওই দিন বিধানসভায় নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর প্রথম ভাষণ দেবেন। বৃহস্পতিবার রাজভবনে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে সেই বিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।উল্লেখ্য বাংলার পূর্বের স্থায়ী রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক একেবারেই ভাল ছিল না। কিন্তু বর্তমান রাজ্যপালের সঙ্গে এখনও পর্যন্ত রাজ্য সরকারের কোনও বিষয় নিয়ে সঙ্ঘাত তৈরি হয়নি। বরং নতুন রাজ্যপাল শপথ নেওয়ার পর রাজ্য সরকারের ভুয়সী প্রশংসা করেছেন। সম্প্রতি কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখে শোনা গিয়েছে বাংলাকে নিয়ে প্রশংসার কথা। অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নতুন রাজ্যপালকে প্রশংসা করেছেন। রাজ্যপাল হিসাবে শপথগ্রহণের পর তাঁকে ‘ভাল লোক’ বলে উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের সাংবিধানিক প্রধানের এদিনের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct