নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতা থেকে বারাণসী পর্যন্ত এক্সপ্রেসওয়ে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে তৈরি হবে এই রাস্তা। এবার এক্সপ্রেসওয়ের জন্য ৬ জেলাশাসককে জমি অধিগ্রহণের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৃহস্পতিবার জেলাশাসকদের এই নির্দেশ দেন তিনি।আগামী ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীকে দেখা যাবে একমঞ্চে। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর আগামী সাক্ষাতে আলোচনা হতে পারে কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে নিয়ে। তার আগে বৃহস্পতিবার মুখ্যসচিব এই এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণের নির্দেশ দেন জেলাশাসকদের।প্রসঙ্গত কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের চূড়ান্ত নকশা তৈরি করে ফেলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই এক্সপ্রেসওয়ের জন্য হুগলি নদীর উপর তৃতীয় সেতু নির্মাণ করার প্রয়োজন হবে। সেই সেতু জাতীয় সড়ক কর্তৃপক্ষ নির্মাণ করবে। চলতি বছরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাজ্যের জেলাশাসক এবং পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, দ্বিতীয় হুগলি সেতুর দক্ষিণে বাটানগর, বজবজ বা পূজালী বন্দরের কাছে এই সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। জাতীয় সড়ক সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত মোট ৫৪৯ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। যার মধ্যে পশ্চিমবাংলায় এই রাস্তার দৈর্ঘ্য হবে ২৫৬ কিলোমিটার। রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়া হয়ে কলকাতায় প্রবেশ করবে এক্সপ্রেসওয়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct