মহামেডান স্পোর্টিং -১(দাউদা)। সুদেভা এফসি-১(কার্লোস পাও)।
মোস্তাফিজুর রহমান, দিল্লি, আপনজন: মহামেডানকে রুখে দিয়ে প্রথম পয়েন্ট পেলো সুদেভা এফসি।জিততেও পারতো তারা,যদি-না আবিওলা দাউদা ইনজুরি সময়ে গোল শোধ করতেন।মহামেডান নাকি চ্যাম্পিয়নের লক্ষ্যে খেলছে আর একটাও অ্যাওয়ে জয় নেই।লিগের লাস্ট বয়ের কাছেও হারতে হারতে ড্র।এরচেয়ে খারাপ অবস্থা আর কি হতে পারে! কিছু অত্যুৎসাহী মহামেডান সমর্থক দিল্লি ছুটে গিয়েছিলেন দলকে সমর্থন করতে।বিনিময়ে পেলেন ঘুমপাড়ানি ফুটবলে কোনক্রমে একটা পয়েন্ট।প্রথমার্ধে ৭০ শতাংশ বল দখলে রেখে শট অন টার্গেট মাত্র একটা। অগনিত ব্যাক পাস আর স্কয়ার পাসে সেই আন্দ্রে চের্নিশভের ছায়াই দেখা গেলো মহামেডানের খেলায়। এদিন দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে দুপুর দু'টোয় মহামেডান ও সুদেভা'র খেলায় প্রথমার্ধে বলার মতো মুভ সেখ ফাইয়াজের হেড বারে লেগে ফেরা। দ্বিতীয়ার্ধে অভিষেক হালদারের লাল কার্ড মহামেডানকে বিপদের মুখে ফেলে দেয়।কেননা মহামেডান সংখ্যাধিক্যে কম হয়ে যাওয়ার সুযোগে,সুদেভা ফ্রান্সিস এনকুর পাস থেকে ৮৬ মিনিটে চার্লস পাও'য়ের গোলে ১-০ এগিয়ে যায়। যদিও তা ৯০+১ মিনিটে শোধ করে দেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ আবিওলা দাউদা। এদিন মহামেডানের হয়ে নজর কাড়েন একমাত্র দাউদা'ই।কিন্তু দল হিসেবে এই মহামেডান কি নজর কাড়তে পারলো? মনে হয় না!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct