নিজস্ব প্রতিনিধি, বাগুইআটি, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার বিধান নগর কমিশনারেটের অন্তর্গত কেষ্টপুর মিশন বাজারে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বিএড কলেজের অধ্যাপকের বিরুদ্ধে। স্থানীয়রা ওই অধ্যাপককে আটকে রেখে বাগুইআটি থানায় খবর দেয়। এরপর পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। আজ ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর বুধবার রাতে কেষ্টপুর মিশন বাজারের কাছে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বসিরহাট বিএড কলেজের অধ্যাপকের বিরুদ্ধে। ওই ছাত্রীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই তাকে উত্ত্যক্ত করছিলেন ওই অধ্যাপক। গতকাল ওই ছাত্রীর পিছু নেন ওই অধ্যাপক। ছাত্রীকে উত্তক্ত করতে থাকে। এরপরই শ্লীলতাহানি করা হয় ওই ছাত্রীকে এমনটাই অভিযোগ। ওই ছাত্রী চিৎকার করলে সেখানকার মানুষজন বিএড কলেজের অধ্যাপক অভিজিৎ বিশ্বাসকে হাতেনাতে ধরে আটকে রাখে। তারপর বাগুইআটি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে। পরবর্তী ক্ষেত্রে ওই কলেজ ছাত্রী বাগুইআটি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে ।সেই অভিযোগের ভিত্তিতে ওই অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর এই কলেজ ছাত্রী তার পূর্ব পরিচিত ছিল। গোটা বিষয়টি কি হয়েছিল ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে। আজ ধৃতকে বারাসাত আদালতে করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। অভিযোগকারীনির বয়ান রেকর্ড করেছে পুলিশ। ওই ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে ধৃত অধ্যাপকের কথোপকথন ও মেসেজ খতিয়ে দেখছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct