সম্প্রীতি মোল্লা, ভাতার, আপনজন: বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে ব্লক অফিসে স্মারকলিপি দিলেন আশা ও অঙ্গনওয়ারী কর্মীরা। মঙ্গলবার ভাতারের শেরুয়ায় আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীকে হেনস্থার প্রতিবাদে এদিন মিছিল করা হয় ও স্মারকলিপি পেশ করা হয় স্থানীয় বিডিওকে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতের শেরুয়া গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বাদ পড়াই আশা ও অঙ্গনারী কর্মীকে গত মঙ্গলবার আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। ভাতার থানার পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে থাকে। তারই প্রতিবাদ মিছিল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। সেই মিছিল শেষ হয় নতুন ব্লক অফিসে।এরপর কর্মক্ষেত্রে নিরাপত্তা যাতে তারা বেশি বেশি পায় সে নিয়ে একটি লিখিত স্মারকলিপি পেশ করে ব্লক আধিকারিক অরুণ কুমার বিশ্বাসকে। আশা কর্মীরা জানান যে, -” তারা নিরাপত্তা পাচ্ছেন না। যখন তখন তাদের ওপর আক্রমণ করছে স্থানীয় মানুষজন । কারণ তাদেরকে দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম সার্ভে করা হয়েছে”। তাই তারা এদিন স্মারকলিপি পেশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct