সুব্রত রায়, কলকাতা, আপনজন: কলকাতার পার্ক স্ট্রিটে বড়দিনে ভিড় সামলাতে প্রচুর সংখ্যক পুলিশ এবার সকাল থেকে রাস্তায় নামানো হচ্ছে। এবছর বড়দিন রবিবার। পুরোপুরি ছুটির দিন। পরের দিন সোমবারও ছুটি । তাই ভিড় ব্যাপক পরিমাণে হবে বলে মনে করছে কলকাতা পুলিশ। এদিকে নতুন করে করোনার উপসর্গ দেশে উঁকি মারছে। তাই সবদিক সঠিকভাবে সামলাতে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ ফোর্স বড়দিনের দুপুর থেকে রাস্তায় থাকবে। শুধু তাই নয়, আগের দিন অর্থাৎ ২৪ শে ডিসেম্বর রাত ১০ টা থেকে প্রায় দেড় হাজার পুলিশ ফোর্সকে পার্কটির ধর্মতলা সহ শহরের যেসব প্রান্তে চার্চ রয়েছে। সেখানে মোতায়েন করা হবে। যাতে বড়দিনের প্রার্থনা চলাকালীন কোথাও কোন অঘটন না ঘটে। এবছর বড়দিনের বিকেল থেকেই পাক স্টিটে যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ মূলত পার্ক স্ট্রিট ও অ্যালেন পার্ক সহ ধর্মতলা এবং তার পার্শ্ববর্তী ময়দান এলাকায় তৈরি করা হচ্ছে রাজ্যের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনীর অস্থায়ী বাঙ্কার। পার্ক স্ট্রিট এলাকাকে কেন্দ্র করে থাকছে প্রায় ৬ টি ওয়াচ টাওয়ার। ভিড় নিয়ন্ত্রণ করতে থাকবে বাঁশ ও খুঁটির ব্যারিকেড। পার্ক স্ট্রিটে সেলফি তোলার আলাদা জোন তৈরি করছে এবার কলকাতা পুলিশ। এর পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে ভিড়ের ওপর নজরদারি চালাবে কলকাতা পুলিশ। একই সঙ্গে থাকছে সতর্কবার্তা প্রচারের জন্য হ্যান্ড মাইক ও নজরদারির জন্য শক্তিশালী দূরবীন । শুধু পার্ক স্ট্রিট এলাকা নয় একইসঙ্গে পুলিশের নজরদারি থাকবে ময়দান, রবীন্দ্রসদন, আলিপুর চিড়িয়াখানা, বিড়লা প্লানেটরিয়াম, ভিক্টোরিয়া সহ ভারতীয় জাদুঘরের ওপর। বড়দিন ও নববর্ষ উপলক্ষে কলকাতা পুলিশের সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ অফিসার জানান, গতবারের তুলনায় এবার ভিড় অনেক গুণ বেশি হবে । তাই পার্ক স্ট্রিট থেকে যারা আলোকসজ্জা দেখতে মল্লিকবাজারের দিকে এগোবেন ,তাদের ওই পথে আর ফিরে আসতে দেওয়া হবে না । জনতার ঢলকে ক্যামাক স্ট্রীট ঘুরিয়ে বের করা হবে রবীন্দ্র সদনের সামনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct