সুব্রত রায়, কলকাতা, আপনজন: কৃষক বন্ধু প্রকল্পে ৯১ লাখের বেশি কৃষককে ২ হাজার ৫৫৫ কোটি টাকা সহায়তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠকে কৃষকবন্ধু প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন নবান্নে ঘোষণা করেন, নতুন করে ৯১ লাখ ৫৭ হাজার কৃষককে কৃষকবন্ধু দেওয়ার কথা। নতুন করে এই প্রকল্পের জন্য ২ হাজার ৫৫৫ কোটি টাকা ব্যয় করছে রাজ্য সরকার। রাজ্যের কৃষকদের জন্য এ পর্যন্ত সব মিলিয়ে ১২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দিল রাজ্য। প্রসঙ্গত আগামী ২০২৩ সালের গঙ্গাসাগর মেলা ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। নবান্নে বুধবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে পূণ্যস্নান। এদিন নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাধিপতি শামিমা সেখ। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও বিভিন্ন দফতরের সচিবরা উপস্থিত ছিলেন বৈঠকে। ছিলেন ভারতীয় সেনা, নৌসেনা, বিএসএনএল, পোর্ট ট্রাস্ট, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সব মহল। বুধবারের নবান্নের সভাঘরের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ট্রাফিক সিস্টেমে ১১টি বাফার জোন এবং ১০টি পার্কিং জোন রাখা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে গঙ্গাসাগর মেলার সময়ে ২১০০ সিভিল ডিফেন্স নামানো হচ্ছে। গঙ্গাসাগর মেলাকে কীভাবে পরিবেশবান্ধব করে তোলা যায়, এ বছর সেই বিষয়টিকেও মাথায় রাখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct