এহসানুল হক, বসিরহাট, আপনজন: বিধায়কবিহীন বাদুড়িয়ার সম্প্রীতিমেলার শুভ সূচনা হল মঙ্গলবার। বাদুড়িয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্প্রীতি মেলার আয়োজন করা হয় দিলীপ স্কুল ময়দানে। সম্প্রীতি মেলা উপলক্ষ করে বর্ণনাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা হলো। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেত্রীবর্গ সহ উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। কিন্তু সম্প্রীতি মেলায় বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলুকে দেখা যায়নি। সেই নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের এক অংশের দাবি বিধায়ক কোন কাজের কারণে তিনি আসতে পারেননি। এদিন এই সূচনা লগ্নে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট সংগঠনিক জেলা সভাপতি সরোজ ব্যানার্জি, চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুরহানউদ্দিন লিটন। এই মেলা চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত।
এদিন হাজী নুরুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে রয়েছেন, বাংলার বুকে একটি দল তৈরি হয়েছে যারা সব সময় মানুষের বিভাজনের রাজনীতি করে। আপনারা তাদের থেকে থাকবেন । হিন্দু- মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বাংলায় বসবাস করি আমরা। বাংলার বুকে সম্প্রীতি নষ্ট করতে দেব না আমরা। সবাই মিলে বাংলার ঐতিহ্য রক্ষা করব। তারই দৃষ্টান্ত এই সম্প্রীতি মেলা। অন্যদিকে জেলা সভাপতি সরোজ ব্যানার্জি বলেন, আপনারা আনন্দ করবেন মেলায় আসবেন। এই মেলা আপনার আমার মিলনের মেলা । সম্প্রীতি বিনষ্ট না হয় তার জন্য আবেদন করেছেন সকল সম্প্রদয়ের কাছে। এই বিশেষ মেলায় ৬৫ টি স্টল রয়েছে, প্রত্যেকদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে বিধায়কের অনুপস্থিতি রাজনৈতিক মহলে চাপান উতোর তৈরি হয়েছে। উল্লেখ্য, ১৭ বছর ধরে চলে আসছে বাদুড়িয়ার ভারতমেলা, এই একই তারিখে একই মাঠে হওয়ার কথা ছিল । অপরদিকে একই মাঠে সম্প্রীতি মেলা হওয়াই ভারত মেলা এবছর বন্ধ হয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু কোন প্রশ্ন করা হলে মন্তব্য করতে চাননি। বিরোধীরা দাবি করছেন এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct