নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর, আপনজন: খারাপ কথা বলছে কে শুভেন্দু। খারাপ ভাবে বলছে কে শুভেন্দু। কিন্তু জেনে রাখবেন আসল বিষ কিন্তু দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ হল আদি বিজেপি অর্থাৎ পুরনো বিজেপি। পিছনে আরএসএস আছে । বুধবার মালদা জেলার হরিশচন্দ্রপুরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিদির ঘোষকে রাজনৈতিকভাবে নিশানা করলেন কুণাল ঘোষ। তিনি বলেন ,যেখানে দিলীপ ঘোষ যাচ্ছেন সেখানেই তাকে কালো পতাকা দেখান । বুঝিয়ে দিন, ধর্মের নামে সুড়সুড়ি দেওয়া যাবে না। মনে রাখবেন দিলীপ ঘোষ ধর্মের নামে ভেদাভেদ করতে চাইছেন । শুভেন্দু প্রসঙ্গে কুনাল ঘোষের মন্তব্য সিবিআই ,ই ডি থেকে বাঁচতে অমিত শাহের জুতো চাটতে দিল্লি গেছিল শুভেন্দু। চোর, ডাকাত, ব্ল্যাকমেলার তোলাবাজ শুভেন্দু বলে বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন কুণাল। তিনি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও বর্তমান সাংসদ দিলীপ ঘোষ কে রাজনৈতিক নিশানা করে সভা মঞ্চ থেকে বলেন, ধর্মের নামে সুড়সুড়ি দিচ্ছেন দিলীপ ঘোষ। পুরনো বিজেপি পেছনে আছে আরএসএস। শুভেন্দু খারাপ কথা বলছে বলে, শুধু ওর উত্তর দেবো। আর দিলীপ ঘোষকে ছেড়ে দেবো তা নয়। দিলীপ ঘোষ কে যেখানে পাবেন সেখানে ওকে অ্যাটাক করুন। আমি শারীরিক অ্যাটাকের কথা বলছি না। দিলীপ ঘোষ যেখানে যাবে সেখানে ওকে কালো পতাকা দেখান।মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের কর্মী সভা থেকে এভাবেই বুধবার বিকেলে হুংকার দেন কুণাল ঘোষ
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct