অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: শিক্ষাবর্ষের সমস্ত পড়ুয়াদের না নিয়ে গিয়ে, অল্প কিছু পড়ুয়াদের নিয়ে ভ্রমণে যাওয়ার অভিযোগ। এমন অভিযোগ তুলে বুধবার সরব হন বালুরঘাট ল কলেজের পড়ুয়ারা। ঘটনায় ক্লাস বয়কট পড়ুয়াদের। জানা গিয়েছে, বালুরঘাট ল কলেজে সপ্তম সেমিষ্টারে ৮০ জন পড়ুয়া রয়েছে। এর মধ্যে ৬০ জন পড়ুয়াদের না জানিয়ে ১৫ জন পড়ুয়াদের ভ্রমণে নিয়ে যান কলেজের এক অধ্যাপক। আর এ বিষয়টি জানতে পেরেই এদিন ক্লাস বয়কট করে প্রতিবাদে সরব ওই পড়ুয়ার।
বালুরঘাট ল কলেজের পড়ুয়া মৃগাঙ্ক ঘোষ জানান, আমার গতকাল ফেসবুক স্টোরি থেকে দেখতে পাই আমাদের কলেজের প্রফেসর আমাদের সেভেন সেমিস্টারের কিছু স্টুডেন্টদের (১৫-১৬ জন) নিয়ে জলপাইগুড়ি কলেজে এক্সকারশনে যায়। বিষয়টি জানতে পেরে আমরা কলেজের টিআইসি কি পুরো বিষয়টি জানাই। আমরা স্যার এর কাছে জানতে চাই কেন এমন করা হলো? উত্তরের তিনি জানান, ‘আমার মনে হয়েছে তাই নিয়ে গিয়েছি।’ এরপরই আজ আমরা ক্লাস বয়কটে সামিল হয়েছি। এ বিষয়ে শান্তনু মজুমদার নামে বালুরঘাট ল কলেজের টিচার ইনচার্জ এর দায়িত্বে থাকা এক অধ্যাপক জানান, ক্লাস বয়কটের কোন খবর আমার কাছে নেই । ছাত্র-ছাত্রী’রা আমাকে বলেছিল, আমি তাদেরকে বুঝিয়েছি। আশা করছি সব মিটে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct