আপনজন ডেস্ক: নেপালের সুপ্রিম কোর্ট কুখ্যাত ফরাসি সিরিয়াল কিলার চার্লস শোভরাজের মুক্তির নির্দেশ দিয়েছেন। ২০০৩ সাল থেকে দেশটির কেন্দ্রীয় কারাগার সুন্ধরায় সাজা ভোগ করছেন এই ভারতীয় ও ভিয়েতনামী বংশোদ্ভূত ফরাসি নাগরিক। বিচারপতি সপনা প্রধান মাল্লা এবং তিল প্রসাদ শ্রেষ্ঠার একটি যৌথ বেঞ্চ এ রায় দেন। রায়ে শোভরাজকে মুক্তি দেওয়ার আদেশ জারি করা হয়। সেই সঙ্গে অন্য কোনো মামলায় তাকে কারাগারে থাকতে না হলে ১৫ দিনের মধ্যে তার দেশে ফেরার ব্যবস্থা করতেও আদেশ দেওয়া হয়। আদালত বলেছেন, শোভরাজের আটকের ক্ষেত্রে তিনি ১৯ বছরের কারাদণ্ড ভোগ করেছেন। তার বয়স এখন ৭৮ বছর, তাই আইনের প্রদত্ত সুবিধাগুলো তার পাওয়া উচিত। শোভরাজ সত্তরের দশকে এশিয়ার মধ্যে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। তার বিরুদ্ধে ২০টিরও বেশি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একজন ফরাসি পর্যটককে বিষ প্রয়োগ এবং একজন ইসরায়েলি নাগরিককে হত্যা করার জন্য ভারতে ২১ বছর কারাগারে ছিলেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct