সুব্রত রায়, কলকাতা, আপনজন: কলকাতায় খ্রিস্টমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনে এসে তিনি বলেন, ‘আমরা বিভাজনে বিশ্বাস করি না। ঐক্যে বিশ্বাস করি’। তিনি বলেন, বাংলা মানেই ধর্ম যার যার উৎসব সবার। অ্যালেন পার্কে সাজানো হয়েছিল যীশু খ্রিস্টের জন্মদিনের মুহূর্ত। সেখানেই প্রদীপ প্রজ্জ্বলন করে খ্রিস্টমাস ফেস্টিফ্যালের উদ্বোধন করেন তিনি। তাঁকে প্রজ্জ্বলিত মোমবাতি দিয়ে বরণ করে নেয় একদল খুদেরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত খ্রিস্টমাস ফেস্টিভ্যাল হবে সাড়ম্বরে। আয়োজন করা হয়েছে একাধিক অনুষ্ঠানের। সেই সব অনুষ্ঠানে আসবেন বিশিষ্ট শিল্পীরাও। বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। তিনি বলেন, যীশু খ্রিস্ট শান্তির বাণী ছড়িয়ে দিয়েছিলেন। সেই পথ অনুসরণ করা উচিৎ। যীশু খ্রিস্টের দেখানো পথে কোনও ভেদাভেদ ছিল না। এরপরেই সকলকে খ্রিস্টমাস ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কলকাতার পাশাপাশি একই ভাবে আলো এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খ্রিস্টমাস ফেস্টিভ্যাল পালিত হবে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, বিধাননগর, ব্যারাকপুর, বারুইপুর, ব্যান্ডেল, চন্দননগর, কৃষ্ণনগর, আসানসোল এবং ঝাড়গ্রামে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, বাংলা মানেই মিলনের পীঠস্থান। এই বাংলা বিভাজনে বিশ্বাস করে না। বঙ্গবাসী মিলনে বিশ্বাস করে। এদিন অ্যালেন পার্কে খ্রিস্টমাস পালনের পরে মুখ্যমন্ত্রী জানান, তিনি সেন্ট জেভিয়ার্স চার্চেও যাবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct